শোলোক

১.
পেন্সিলে আঁকা পরী
খেলে শুধু লুকোচুরি
আমাতে
পারবে কি কেউ তাকে থামাতে?

২.
ইশ! দেখেছিস, আকাশ কী নীল ঐ
ঐ নীলিমার মধ্যে আমার
নীল পরীটা কই?

তুই লুকিয়ে আছিস তাতে?
আমায় ভেবে যত্ন করে
নীল মেঘেদের রঙ মেখেছিস হাতে?

তোর খোঁপায় কি রে?
ফুল?
নাকি শুভ্র সাদা মেঘের মায়ায়
দেখছি আমিই ভুল?!

এদিক খুঁজি, ওদিক খুঁজি
তুই এখানে নেইকো বুঝি?

তুই আছিস কোথায়?
বলনা আমায়
যতই দেখি পাইনা কোন থই

ইশ! আমার নীল পরীটা কই!

There are no comments on this post.

এখানে আপনার মন্তব্য রেখে যান