ভূমিকম্প!

পৃথিবীটা নাচে দেখো
ছোট ছোট লম্ফে
আমি কাঁপি, তুমি কাঁপো
মৃদু ভূমিকম্পে।

মৃদু কবে মহা হবে
নেই কোন ঠিক তার
এই বুঝি সাতে ঘোরা-
ঘুরি করে রিখটার।

হবে না তো লাভ কোন
কাঁড়ি কাঁড়ি টাকাতে
বাস যদি করো ভায়া
চট্টলা, ঢাকাতে।

বিল্ডিং এ খাঁদ র’লে
রও যত অটলই
নয় কচু , আদা, ঘেঁচু
তোলা হবে পটলই!

There are no comments on this post.

এখানে আপনার মন্তব্য রেখে যান