অর্বাচীনের নির্বাচনী ছড়া – ০২

একাত্তরে একটু না হয়
জান বাঁচাতে বেশ ধরেছি
মানুষ হয়েও পাক কুকুরের
নাপাক সরু লেজ ধরেছি

ভাইকে মেরে শেষ করেছি
মুক্তি নিরুদ্দেশ করেছি

আপনি মহান, তারপরও তাই
পাপ পুড়িয়ে less করেছি
ফ্ল্যাগ লাগিয়ে গাড়ির ডগায়
উন্নতিও বেশ করেছি

দেশের মাথা, কেশ ধরেছি
শুরুর ভুলেও শেষ ধরেছি

দূর অতীতেও পাশেই ছিলেন
আর্জি এ তাই পেশ করেছি
ভোটটা দিয়েন এইবারও ভাই
আমরাও তো দেশ গড়েছি!

There are no comments on this post.

এখানে আপনার মন্তব্য রেখে যান