রাজাকার বধাবলী – ১
মার্চ 26, 2010

[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুশিয়ার! হুশিয়ার!! ]

বুইঝ্যা বেশি সবই
তোর মত এক রামছাগল এ
হইতে চায় আজ “নবী” !

ছল করা তোর হবি
আবার কোন দিনই না কবি
মসজিদে সব ঝুলতে হবে
পাক হুজুরের ছবি!

একাত্তরের শেষে
নেকড়ে হয়াও রইয়া গেলি
ভন্ড ভেড়ার বেশে

বেশতো আছিস দেশে
বেড়াস খেইলা এবং হেসে
বুঝলিনা যা – ফাঁসবি এবার
যুদ্ধাপরাধ কেসে!

কই ঈমানে, হাছায়
দেখবো এবার কোন শুয়োরে
জান খানা তোর বাঁচায়!

পাক পেয়ারু চাচায়
নাকি ঢুকবি কোন খাঁচায়
যাস যেখানেই থাকবেনা তোর
চামড়া এবার পাছায়!